রাজধানীর আদাবর থানা ছাত্রলীগের পরিবেশ ও সমাজসেবা বিষয়ক সম্পাদক মশিউর রহমান (২৫)কে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মশিউরের বাবার নাম জুলহাস দেওয়ান। আদাবর শেখেরটেকের ১১ নম্বর রোডের ৩৫/৮ নম্বর বাড়িতে থাকেন।
রোববার রাত সাড়ে ১০টার দিকে শেখেরটেক ১০ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাতে ওই এলাকা দিয়ে মোটর সাইকেলে ফিরছিলেন মশিউর। এ সময় কয়েকজন রড ও লাঠি নিয়ে তার ওপর হামলা চালায়।
খবর পেয়ে পুলিশ গিয়ে মশিউরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা
করেন।
নিহতের ছোট ভাই মজিবর রহমান গণমাধ্যমকে জানান, মোটরসাইকেলে রাত ১১টার দিকে বাসায় ফিরছিলেন তিনি। আদাবর শেখেরটেক ১০নং রোডের মাথায় আসার পর অতর্কিত হামলা চালানো হয়। মাথায় ইট দিয়ে আঘাত করা হয়। রড দিয়ে বেধড়ক পেটানো হয়। পরে খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে মারা যায় মশিউর।
আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম গণমাধ্যমকে জানান, পুলিশের কাছে একটা তথ্য আসছে শেখেরটেকে দুর্বৃত্তদের হামলায় আদাবর থানা ছাত্রলীগের পরিবেশ ও সমাজসেবা বিষয়ক সম্পাদক মশিউর রহমান মারা গেছেন। এখন পর্যন্ত মামলা হয়নি। পুলিশ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন