নির্বাচনকালীন সহায়ক সরকার ছাড়াই বিএনপি আগামী একাদশ সংসদ নির্বাচনে অংশ নেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল ল²ীপুরের চন্দ্রগঞ্জ এলাকায় সড়ক পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সহায়ক সরকার বিএনপির মামাবাড়ির আবদার। বেহাল রাস্তার চেয়েও তাদের (বিএনপি) অবস্থা বেহাল। সহায়ক সরকার ছাড়াই বিএনপি নির্বাচনে যাবে।
ওবায়দুল কাদের বলেন, আন্দোলন করার মতো সাহস ও সক্ষমতা নেই বিএনপির। জনগণ তাদের সঙ্গে নেই। দুই-চার-পাঁচ শ’ লোক নিয়েই তারা ঢাকা শহরে মিছিল করতে পারছে না। আন্দোলনের ডাক দিয়ে বিএনপি হিন্দি সিরিয়াল দেখে। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ, ল²ীপুর-৩ (সদর) আসনের এমপি এ কে এম শাহজাহান কামাল, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন