শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ল²ীপুরে ঈদের শুভেচ্ছা বিনিময়কে ঘিরে বিএনপির কর্মী সমাবেশ

ল²ীপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ল²ীপুরে জেলার বিভিন্ন উপজেলায় পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। দীর্ঘদিন পরে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়কে ঘিরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যপক সমাবেশ ঘটেছে। নেতারা নিজ এলাকায় কর্র্মীদের সঙ্গে ঈদ উপলক্ষে আয়োজন করেছেন ভোজ সভার।
জেলার ৪টি আসনের সংসদ সদস্য পদে বিএনপির মনোনয়ন কারা পাবেন এবারের ঈদে এমন আলোচনা ফিরেছে দলের নেতা-কর্মীদের মুখে মুখে। ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় অনেক নেতাই সম্ভাব্য প্রার্থী হিসেবে দোয়া চেয়েছেন।
সূত্র জানায়, ল²ীপুর-১ রামগঞ্জ আসনে ঈদের পরের দিন রবিবার দুপুরে বিশ দলীয় জোটের কেন্দ্রীয় নেতা, সাবেক বিএনপি নেতা ও এলডিপির যুগ্ন সাধারন সম্পদক সাহাদাত হোসেন সেলিম রতনপুরস্থ বাসায় এবং বৃহস্পতিবার ঢাকাস্থ মতিঝিল থানা বিএনপি’র সভাপতি ও ঢাকা মহানগর (দক্ষিন) বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক হারুনুর রশিদ রামগঞ্জস্থ নিজ বাসভবনে নেতা-কর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
ল²ীপুর-২ আসন রায়পুরে জেলা বিএনপির সভাপতি আবুল খায়ের ভূইয়া ঈদের পরের দিন রবিবার খিল বাইছা ভূইয়া বাড়ীতে এবং চট্টগ্রামস্থ বিএনপির নেতা ভিপি হারুন রশিদ গ্রামের বাড়ীতে নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
ল²ীপুর-৩ সদর আসনে জেলা বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সাবেক এমপি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও জেলা বিএনপির সাধারন সম্পাদক সাহাবউদ্দিন সাবু পৃথক ভাবে পৌর শহরের নিজ নিজ বাসায় বিএনপির নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
ল²ীপুর-৪ রামগতি-কমলনগর আসনে সাবেক এমপি বিএনপির কেন্দ্রীয় নেতা আশ্রাফ উদ্দিন নিজাম কমলনগর এলাকায়, এবং কেন্দ্রীয় সেচ্চাসেবক দলের সভাপতি সফিউল বারী বাবু রামগতিস্থ নিজ এলাকায় বিএনপির নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
জেলা স্বেচ্চাসেবক দলের আহব্বায়ক ও সাবেক ছাত্রনেতা মাজহারুল ইসলাম ভূইয়া, ল²ীপুর পৌরসভার বিএনপি নেতা মোঃ আবদুল কাদের সাগরসহ বিএনপির কয়েকজন নেতার কর্মীর সাথে আলাপ করলে তারা জানায়, অনেক নেতাই ঈদ উপলক্ষে নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে শুভেচ্ছা বিনিময়ের সময় নিজেকে আগামী সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসেবে তুলে ধরছেন। তারা সাধারণ মানুষের কাছে দোয়াও চাইছেন। তবে এ নিয়ে দলের ভেতরে এখনো কোনো আলোচনা হয়নি। দলের সভানেত্রী বেগম খালেদা জিয়া যাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেবে আমরা তারই পক্ষে কাজ করবো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন