নরসিংদী থেকে স্টাফ রিপোর্টার : প্রকাশ্য দিন দুপুরে ছিনতাই করতে গিয়ে জনতার হাতে ধরা খেয়েছে ইমন (২০), নিশাত (১৯), জনি (১৮), জিহাদ (২৫), সৌরব (১৮), প্রবাদ দাস (২৪) ও শামীর হোসেন (১৯) নামে ৭ ছিনতাইকারী। জনতা তাদেরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। গতকাল বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলাধীন শাষপুর শহীদ মিনার এলাকায় এই ঘটনাটি ঘটেছে। গ্রেফতারকৃত ছিনতাইকারী ইমন নরসিংদী শহরের বৌয়াকুড় মহল্লার মৃত মুসলেমের পুত্র, নিশাত টিক্কার পুত্র, জনি, রজব মিয়ার পুত্র, জিহাদ জমির আলী পুত্র, সৌরভের পিতার নাম আফজাল, প্রবাদ দাসের পিতার নাম হরলাল দাস এবং সামিরের পিতার নাম আব্দুর রাজ্জাক বলে পুলিশ জানিয়েছে। জানা গেছে, রায়পুরা উপজেলার পিরিজকান্দী গ্রামের সুলতান উদ্দিনের পুত্র রুবেল বুধবার সকালে নরসিংদী শহরে বৌয়াকুড় মহল্লার হযরত আলী মুন্সীর বাড়ীর একটি বিকাশ কেন্দ্র থেকে ৩ লক্ষ টাকা উঠিয়ে বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা দেয়। এসময় বৌয়াকুড় মহল্লার ছিনতাইকারীরা রুবেলের পিছু নেয়। রুবেল ভেলানগর গিয়ে একটি বাসে উঠলে ছিনতাইকারীরা একই বাসে চেপে বসে। বাসটি শিবপুর উপজেলার শাষপুর শহীদ মিনার এলাকায় পৌছলে ছিনতাইকারীরা রুবেলকে জোরপূর্বক বাস থেকে নামিয়ে তার নিকট থাকা ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এসময় রুবেল চিৎকার করতে থাকলে আশে পাশের লোকজন দৌড়ে ঘটনাস্থলে ছুটে যায় এবং ঘটনা শুনে ৭ ছিনতাইকারীকে ধরে ফেলে। এব্যাপারে রুবেল বাদী হয়ে শিবপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন