বাংলাদেশে মুসলিম রোহিঙ্গাদের আশ্রয়ের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইল জেলা বিএনপি।
শুক্রবার সকালে নিরালা মোড়ে শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি শামছুল আলম তোফার সভাপতিত্বে মানববন্ধনে জেলা বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ গ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সিনিয়র সহ-সভাপতি সাদেকুল আলম খোকা, জিয়াউল হক শাহীন, যুগ্ম সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক হামিদ তালুকদার, আশরাফ পাহেলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক একেএম মনিরুল হকসহ অন্যান্যরা।
এসময় ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, মুক্তিযোদ্ধা দল, তাঁতি দলসহ নানা পেশাজীবীর মানুষ এতে অংশ গ্রহণ করে।
বক্তারা বলেন, যে সকল মুসলিম রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে তাদের আশ্রয় দিয়ে হবে। তাদেরকে পুনর্বাসন করতে হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন