শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বাধায় বিএনপির মানববন্ধন পণ্ড, আটক ২

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৭, ৩:২৯ পিএম

রোহিঙ্গা মুসলিম গণহত্যা, নারী ও শিশু ধর্ষণসহ অমানবিক নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপি আয়োজিত মানববন্ধন পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়। এসময় পুলিশ বিএনপি’র দুই নেতাকে আটক করে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাড. আলী আজম ও জেলা শ্রমিকদলের সাংগঠনিক মো. মোস্তফা।

জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি জানান, রোহিঙ্গা ইস্যুতে মানববন্ধন করার জন্য প্রেসক্লাবের সামনে জড়ো হলে পুলিশ বিএনপির দুই নেতাকে আটক করে নিয়ে যায়। এসময় আমাদের ব্যানারও ছিনিয়ে নিয়ে যায় পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নবীর হোসেন জানান, আমাদের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন