শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ত্রিশালে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত চোর নিহত গণপিটুনিতে

| প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ময়মনসিংহ ব্যুরো : ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। এছাড়াও ডাকাত সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত এক গরু চোর নিহত হয়েছেন। গতকাল সোমবার ভোরে এসব ঘটনা ঘটে। এ সময় পুলিশের অভিযানে গ্রেফতার হয় ৩ ডাকাত।
বন্ধুকযুদ্ধে নিহত ডাকাতের নাম রব্বানী (২৮) ও গণপিটুনীতে নিহত গরু চোরের নাম পরিচয় এখনো জানাযায়নি। সোমবার বিকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মো: সৈয়দ নুরুল ইসলাম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার নূরে, অতিরিক্ত পুলিশ সুপার নেওয়াজ সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার লিখিত প্রেস ব্রিফিংয়ে জানান, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে জেলা ডিবি পুলিশ ময়মনসিংহ সদরের দিঘারকান্দা বাইপাস এলাকা থেকে বগুড়া জেলার নন্দীগ্রামে বাসিন্দা বুলু ওরফে সুমন (৫০) নামে একজনকে গ্রেফতার পুলিশ। একই সময়ে ত্রিশালের বৈলর এলাকায় গরু ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলকে আটকের চেষ্টা করে স্থানীয় জনতা। এ সময় ডাকাত পালিয়ে গেলেও এক অজ্ঞাত গরু চোর জনতার হাতে আটকা পড়লে গণপিটুনিতে সে মারা যায়। এ সময় স্থানীয় এলাকাবাসীর তথ্য মতে, পুলিশ ডাকাতদলের পিছু নিলে ত্রিশাল থানার ঝিটকা ব্রীজ এলাকায় ডাকাত-পুলিশ গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ সময় পুলিশ ২৬ রাউন্ড গুলি ছুঁেড়। এতে ডাকাত সর্দার রাব্বানী (২৮) গুলিবিদ্ধ হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় ত্রিশাল থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে। পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ডাকাত বুলু ওরফে সুমন জানায়, নিহত রব্বানী ডাকাত সর্দার। তার বাড়ী বগুড়া জেলায়। সে দেশের বিভিন্ন স্থানে ডাকাতির নেতৃত্ব দিয়ে থাকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন