শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

শাহজালালে বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক

স্টাফ রিপোর্ট | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০৭ পিএম

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইগামী একটি ফ্লাইট (BG047) থেকে সবজি ও মাংসের মধ্যে বিশেষভাবে লুকায়িত বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ মো. ওসমান (৪৪) নামের যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা। গতকাল সোমবার দিবাগত রাত পৌনে একটার দিকে তাকে আটক করা হয়। ওসমানের বাড়ি চট্টগ্রাম রাউজানের বিনাজুরির পশ্চিম গুজরায়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওসমানকে নজরদারিতে রাখা হয়। রাতে ইমিগ্রেশন পরবর্তী চেকইন কাউন্টারে তাকে চ্যালেঞ্জ করা হলে মুদ্রা থাকার বিষয়টি অস্বীকার করেন।

তিনি জানান, এরপর কাস্টমস হলে নিয়ে তার কাপড়ের ব্যাগ তল্লাশি করে ১ লাখ ১০ হাজার ১৫০ রিয়াল, এক হাজার ৫৮০ দিরহাম, এক হাজার ওমান রিয়াল জব্দ করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন