মিরপুরের শেওড়াপাড়ায় বাসচাপায় তাসনীম আলম তিষা (১৩) নামক এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। তিষা মিরপুর আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে শেওড়াপাড়া আল হেলাল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। তিষার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ওই বাসটি ভাংচুরের পর আগুন ধরিয়ে দেয়। ওই সময় আরও কয়েকটি যানবাহন ভাংচুর করা হয়। পরে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে উত্তেজিত জনতা। এসময় সড়কের উভয় দিকে যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন