বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

পুলিশ সুপার ও তার স্ত্রীর এফডিআরে সাড়ে ৮ কোটি টাকা!

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) সুভাস চন্দ্র সাহা ও তার স্ত্রীর নামে প্রায় সাড়ে ৮ কোটি টাকার এফডিআর পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধভাবে এসব সম্পদ অর্জন করার দায়ে স্ত্রীসহ পুলিশ সুপারের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলা অনুমোদন দিয়েছে কমিশন। গতকাল মঙ্গলবার মামলাটি দায়ের করা হবে বলে দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র জানিয়েছেন। এর আগে গত সোমবার দুদকের প্রধান কার্যালয় থেকে ওই মামলাটি অনুমোদন দেয় কমিশন।
অনুসন্ধান প্রতিবেদন সূত্রে জানা যায়, দুদকের অনুসন্ধানে ফরিদপুরের পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা ও তার স্ত্রী রীনা চৌধুরীর যৌথ নামে ৮ কোটি ৩৬ লাখ ৭০ হাজার ৩৬৭ টাকার এফডিআর পাওয়া যায়, যা ওয়ান ব্যাংকের রাজধানীর বংশাল শাখা ও এ্িলফ্যান্ট রোড শাখা এবং যশোরের ওয়ান ব্যাংক শাখাতে গচ্ছিত ছিল। কিন্তু পুলিশ সুপার ওই অর্থ দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণী কিংবা আয়কর নথি উপস্থাপন না করে গোপন রেখেছেন। এমনকি দুদকের অনুসন্ধানেও ওই আয়ের যথাযথ উৎস খুঁজে পাওয়া যায়নি। তাই অনুসন্ধান কর্মকর্তার সুপারিশ ও সংশ্লিষ্ট নথিপত্র যাচাই-বাছাই শেষে স্ত্রীসহ পুলিশ সুপারের বিরুদ্ধ মানিলন্ডারিং ধারায় একটি মামলা দায়ের করার অনুমোদন দিয়েছে কমিশন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন