বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইটি এন্ড টেলিকম

আসছে আইওএস ৯.৩

প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

আইফোন, আইপড এবং আইপ্যাডের অপারেটিং সিস্টেমে নতুন সংস্করণ আইওএস ৯.৩ আনতে যাচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। এ সপ্তাহেই আইওএস ৯.৩-এর বেটা সংস্করণ উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। আর চলতি বছরের মার্চের শেষদিকেই এটির পূর্ণ সংস্করণ ছাড়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ইভেন্টেই নতুন আইফোন, আইপ্যাড এবং অ্যাপল ওয়াচের সরঞ্জাম উন্মোচন করার সম্ভাবনা রয়েছে। আর এখানেই নতুন আইওএস ৯.৩ অপারেটিং সিস্টেমটিও উন্মোচন করা হতে পারে বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট। আইওএস এর নতুন এই সংস্করণে আগের সংস্করণের কিছু বাগ ঠিক করা হয়েছে। তবে, নতুন এই সংস্করণে বেশকিছু পরিবর্তন আনা হয়েছে বলে ব্যপকভাবে প্রচারণা চালাচ্ছে অ্যাপল। এই সংস্করণে নতুনত্ব হিসেবে যোগ করা হয়েছে নাইট শিফট ফিচার। এই ফিচার রাত্রিকালে পর্দার রঙ পরিবর্তন করবে, যাতে এটি ঘুমের জন্য সহায়ক হয়। এছাড়াও হেলথ এবং নোটস এর মত অ্যাপগুলো উন্নত করা হয়ছে। আইওএস এর আগের সংস্করণটিতে আইপ্যাড প্রো-এর পর্দাতে অ্যাপল পেন্সিলের নেভিগেশন ফিচার বাদ দেওয়া হয়েছিল। এই সংস্করণে আবার এই ফিচার ফিরিয়ে আনা হয়েছে।
স আইটি ডেস্ক

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন