শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বগুড়ায় স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

বিশেষ সংবাদদাতা, বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০১৭, ৩:৩২ পিএম

বগুড়ায় ফাতেমা (১৮) নামের এক গৃহবধূকে জবাই করে হত্যার নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে ঘাতক স্বামী। এ ঘটনায় আহত অবস্থায় ঘাতক স্বামী সুজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা । ঘটনাটি ঘটেছে বগুড়ায় শহরের চকফরিদ এলাকায় মঙ্গলবার রাতে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , শহরের কলোনি চকফরিদ এলাকার আব্দুল রশিদের পুত্র সুজন পেশায় একজন রং মিস্ত্রি । সম্প্রতি নাটোরের সিংড়া এলাকার তোজাম্মেল হকের মেয়ে ফাতেমার সাথে তার বিয়ে হয় ।

মঙ্গলবার রাতের কোন এক সময়ে ঘুমন্ত স্ত্রী ফাতেমাকে ছুরি দিয়ে গলা কেটে হত্যার পর সে নিজেও নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা চালায়। ভোরে বিষয়টি জানাজানি হলে পুলিশে খবর দেয়া হয়। পরে ঘটনাস্থলে এসে আহত অবস্থায় সুজনকে আটক এবং নিহত গৃহবধূর লাশ মর্গে পাঠায় পুলিশ । আহত সুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বগুড়া সদর থানার ইন্সপেক্টর মুহা আসলাম আলী বলেন, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন