রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ ও তাদের নাগরিকত্ব প্রদানের দাবিতে মিয়ানমার দূতাবাস ঘেরাওয়ের জন্যে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে জড়ো হচ্ছেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা।
বুধবার সকাল ১০টা থেকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বায়তুল মোকাররমের উত্তর গেটে জড়ো হতে থাকেন তারা। বায়তুল মোকাররম উত্তর গেটে অস্থায়ী মঞ্চে সমাবেশ করছে দলটি। সেখানে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতারা। সমাবেশে শেষে মিয়ানমার দূতাবাস অভিমুখে যাত্রা করবে দলটি।
ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমদ আবদুল কাইয়ূম বলেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমান নারী-পুরুষ, শিশু-কিশোর হত্যা, ধর্ষণ ও তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেয়ার প্রতিবাদে এবং তাদের নাগরিক অধিকার ফিরিয়ে দেয়ার দাবিতে এ কর্মসূচি পালন করছেন তারা।
এছাড়া একই দাবিতে গত সোমবার সারা দেশে জেলায় জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ইসলামী আন্দোলন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন