রাজধানীর মিরপুরের চলন্তিকা মোড়ে ম্যানহোলে পড়ে যাওয়া যুবকের লাশ পাওয়া গেছে। প্রায় ২৪ ঘণ্টা পর গতকাল বুধবার বিকেলে তাঁর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহতের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এনায়েত হোসেন দৈনিক ইনকিলাবকে বলেন, গতকাল বিকেল পৌনে চারটার দিকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। যুবককে উদ্ধারে গত মঙ্গলবার বিকেল থেকে পাঁচজন ডুবুরি কাজ করছিলেন। তবে ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি। ময়লা পরিষ্কার করার সময় গত মঙ্গলবার বিকেলে ওই যুবক নিখোঁজ হন। এর পর থেকে রাত ১০টা পর্যন্ত চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিস তাঁকে উদ্ধার করতে পারেনি। পরে রাতের জন্য উদ্ধার অভিযান স্থগিত করা হয়। গতকাল সকাল থেকে আবার উদ্ধারকাজ শুরু হয়। সূত্র জানায়, রূপনগর থানার অধীন চলন্তিকা মোড়ের নীল গীতা রোডে ময়লা পরিষ্কার করার সময় এক যুবক পাশের খোলা একটি ম্যানহোলে পড়ে যান। স্থানীয়রা তাঁকে চেনেন না। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, এলাকার একটি পোশাক কারখানার কর্মচারীরা এই যুবককে ম্যানহোলের পাশে জমে থাকা ময়লা পরিষ্কার করতে বলেছিল। একপর্যায়ে তিনি ম্যানহোলে পড়ে যান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন