স্টাফ রিপোর্টার : শাহবাগ থানায় দুদকের করা এক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হাইকোর্টের দেয়া জামিন এক সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। গতকাল সোমবার দুদকের আবেদনের শুনানি করে প্রধান বিচারপতির পাঁচ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। মির্জা আব্বাসের জামিন এক সপ্তাহের জন্য স্থগিত করে দুদককে ওই সময়ের মধ্যে নিয়মিত আপিল করতে বলেছে সর্বোচ্চ আদালত। আদালতে মির্জা আব্বাসের পক্ষে শুনানি করেন জয়নুল আবেদিন, সঙ্গে ছিলেন নিতাই রায় চৌধুরী। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। ২০১৪ সালের ২৮ ডিসেম্বর পল্টনের একটি এবং গত বছরের ৬ জানুয়ারি মতিঝিল থানায় দায়ের করা নাশকতার দুটি মামলায় মির্জা আব্বাস গত ৬ জানুয়ারি নি¤œ আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। এর মধ্যে নাশকতার দুটি মামলায় তিনি ১৫ ফেব্রæয়ারি হাইকোর্ট থেকে জামিন পান। আর শাহবাগ থানার দুদকের এই মামলায় জামিন প্রশ্নে রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গত ৯ মার্চ হাইকোটের একটি বেঞ্চ বিচার শেষ না হওয়া পর্যন্ত তার জামিন মঞ্জুর করে। দুদক পরদিন ওই আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে গেলে চেম্বার বিচারপতি বিষয়টি নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন