খুলনা ব্যুরো : খুলনায় পুলিশ হেফাজতে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগে খালিশপুর থানার ওসিসহ ১৩ জনের বিরুদ্ধে আদালতের মামলাটি তদন্তভার দেয়া হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)। গতকাল রবিবার খুলনা মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রট মোঃ শাহীদুল ইসলাম এ আদেশ দিয়েছেন। চোখ হারানো যুবক মোঃ শাহজালালের মা রেনু বেগম বাদী হয়ে গত ৭ সেপ্টেম্বর মুখ্য মহানগর হাকিমের আমলি আদালতে মামলাটি করেন। মামলার আসামীরা হলেন, খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিম খান, এস আই রাসেল, এস আই সেলিম মোল্যা, এস আই মিজান, এস আই মামুন, এএসআই তাপস রায়, আনসার সিপাই আফসার আলী, আনসার ল্যান্সনায়েক আবুল হোসেন, এসআই নুর ইসলাম, এএসআই সৈয়দ সাহেব আলী (তারা সবাই খালিশপুর থানায় কর্মরত), ৬১/১ পুরাতন যশোর রোডের শুকুর আহম্মেদের মেয়ে সুমা আক্তার (২০) ও শিরোমনি বাদামতলা এলাকার লুৎফুর হাওলাদারের ছেলে রাসেল (৩২)। বাদীপক্ষের আইনজীবী মোঃ মোমিনুল ইসলাম বলেন, আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ১৮ অক্টোবর মামলার পরবর্তী দিন ধার্য্য করেছে আদালত। আসামীদের মধ্যে ১১জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও দু’জন সাধারণ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন