নাঙ্গলকোট উপজেলা সংবাদাতাঃ নাঙ্গলকোট বাজারে একমণ ধান বিক্রি হচ্ছে ১৪০০/একহাজার চার শত টাকায় । এ নিয়ে স্থানীয় জনমনে আলোচনার শেষ নেই। গতকাল সমবার নাঙ্গলকোট বাজারে ধানের উচ্চ মূল্য দেখে নিম্ম আয়ের মানুষের মাঝে আতংক দেখা দিয়েছে। দেশের ৪ ফসলী জমির উপজেলা সমূহের মধ্যে নাঙ্গলকোট অন্যতম, এবং ধান উৎপাদন কারি এলাকা গুলোর মধ্যে নাঙ্গলকোটও একটি। কিন্তু পরপর দুটি ফসলে আশানুরপ উৎপাদন না হওয়ায় এবার কৃষকের ঘরে ধান নাই। এ সুযোগে ধানের দাম কৃষকের চাহিদা মোতাবেক বাড়লেও তাদের কোন কাজে আসেনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন