সহপাঠীকে মারধরের খবরে রাজধানীর আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় সড়কে গাড়িতে ভাঙচুর চালায় আইডিয়াল কলেজের ছাত্ররা।
আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে ধানমন্ডি সেন্ট্রাল রোড এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে, কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় ভোগান্তিতে পড়েন ওই সড়কে চলাচলকারী অফিসগামী মানুষ ও শিক্ষা প্রতিষ্ঠানগামী শিক্ষক-শিক্ষার্থীরা।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন ধানমন্ডি থানা ও নিউমার্কেট থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, ঢাকা কলেজের কয়েক ছাত্রের হাতে আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী মারধরের শিকার হওয়ায় রাস্তায় নামে তার সহপাঠীরা। এতে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার খবরে পুলিশ সড়কে অবস্থান নিয়েছে।
তিনি জানান, শিক্ষার্থীরা যাতে যানবাহনে ভাঙচুর ও সড়কে ভোগান্তি তৈরি করতে না পারে সেজন্য বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক আছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন