শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

মানিকগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহত ১ আহত ৩০ জন

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৭, ২:৩৩ পিএম

ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জ ঘিওর উপজেলার বানিয়াজুরী এলাকায় দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারী যাত্রী নিহত ও অপর ৩০ জন আহত হয়েছেন। আহতদের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল ও মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আম্বিয়া খাতুন (৪০) চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা। গুরুতর আহত রাকিব (২০) কে মানিকগঞ্জ জেলা হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বরংগাইল হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর ইয়ামিন উদ্দৌলা জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে মহাসড়কের ঘিওর উপজেলার বানিয়াজুরী মুন্নু অ্যাটোয়ারের সামনে মাগুরাগামী রয়েল পরিবহনের বাসের সঙ্গে ঢাকাগামী এইচ.আর পরিবহনের অপর বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাস দুইটির সামনের অংশ দুমড়ে মুচড়ে রাস্তার দুই পাশে ছিটকে পড়ে। দুর্ঘটনায় আহত হয় উভয় বাসের কমপক্ষে ৩০ যাত্রী। আহতদের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল ও মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে গুরুতর আহত আম্বিয়া খাতুন চিকিৎসাধীন অবস্থায় মানিকগঞ্জ জেলা হাসপাতালে মারা যায়।

পুলিশ দুর্ঘটনা কবলিত বাস দুইটি আটক করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন