পাবনার আটঘরিয়ায় আবু দাউদ (৪৫) নামের এক ইউপি ওয়ার্ড বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি সাবেক ইউপি সদস্য ছিলেন। গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত দাউদ উপজেলার একদন্ত ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত লতিফ মুন্সীর ছেলে। তিনি ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও একই ওয়ার্ডের বিএনপির সভাপতি ছিলেন।
আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, ঘটনার সময় দাউদ শিবপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে শিবপুর গ্রামের ব্রিজের কাছে পৌঁছামাত্র আগে থেকে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়িভাবে কুপিয়ে পালিয়ে যায়। তার চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে এগিয়ে এসে। পরে তাকে দ্রুত উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ তাদের হেফাজতে নিয়েছে।
আজ বুধবার পাবনা জেনারেল হাসপাতাল মর্গে লাশের ময়না তদন্ত সম্পন্ন হবে বলে ওসি জানিয়েছেন। ওসি আরো জানান, কারা, কি কারণে তাকে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি, তবে তা খতিয়ে দেখা হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন