শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পাইকগাছায় আ’লীগের অর্ধদিবস হরতাল আজ

প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : খুলনার পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবির উদ্দিনকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছে স্থানীয় আওয়ামী লীগ। একই সাথে তাকে বরখাস্তের দাবিতে আজ মঙ্গলবার উপজেলার চাঁদখালী ইউনিয়নে অর্ধদিবস হরতাল ও বিক্ষোভ কমসূচি আহŸান করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে খুলনা-৬ আসনের সংসদ সদস্য এ্যাড. শেখ মো. নুরুল হকের উপস্থিতিতে চাঁদখালী ইউনিয়ন আওয়ামী লীগ এ কর্মসূচির ঘোষণা দেয়। চাঁদখালি ইউনিয়নের আওয়ামী লীগের আহŸায়ক ও দলীয় চেয়ারম্যান প্রার্থী আলহাজ মুনসুর আলী গাজী জানান, স্বাধীনতার মাস উপলক্ষে মধুখালি ওয়ার্ড আওয়ামী লীগের অফিসের সামনে ঝুলিয়ে রাখা ‘কাঠের তৈরি বড় একটি নৌকা’ নিচে নামিয়ে গত রোববার রাতে ইউএনও মো. কবির উদ্দিন ভাঙচুর ও পদদলিত করেন। এতে ঘটনাস্থলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। তিনি জানান, দলীয় প্রতীক ও বঙ্গবন্ধুর নৌকার অবমাননার কারণে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ কারণে সকলের উপস্থিতি ইউএনও কে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। একই সাথে তার বরখাস্তের দাবিতে আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিক্ষোভ সমাবেশে চাঁদখালি ইউনিয়নের আওয়ামী লীগের আহŸায়ক আলহাজ মুনসুর আলী গাজীর সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য এ্যাড. শেখ মো. নুরুল হক, তার পুত্র শেখ মনিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন বাচ্চু, পৌরসভার মেয়র সেলিম জাহাঙ্গীর, আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান সুজা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন