ভারতের যে কোনো আগ্রাসনের জবাব দিতে স্বল্প পাল্লার পরমাণু অস্ত্র প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি। নিউ ইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৭২তম বার্ষিক সাধারণ অধিবেশনের অবকাশে গতকাল বৃহস্পতিবার তিনি এ কথা বলেন। শাহিদ খাকান আব্বাসি বলেন, আমাদের পারমাণবিক সম্পদের উপর কমান্ড ও কন্ট্রোল ব্যবস্থা আছে। সময় প্রমাণ করেছে এই ব্যবস্থা কতটা নিরাপদ। পাকিস্তানের নিউক্লিয়ার কমান্ড অথরিটি (এনসিএ) পারমাণবিক অস্ত্র ভাÐারের সুরক্ষার দায়িত্বে আছে। পরমাণু অস্ত্র প্রয়োগের বিষয়ে তিনি জানান যে তার দেশ স্বল্প দূরত্বে পরমাণু অস্ত্র প্রয়োগ করার ক্ষমতা রাখে। এরপরেই ভারতের বিরুদ্ধে পরমাণু অস্ত্র প্রয়োগের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ভারতীয় সেনা পাকিস্তানে হামলা চালাচ্ছে। পাকিস্তানের বিরুদ্ধে শীতল যুদ্ধ পরিকল্পনা নিয়েছে ভারত। ভারতের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পাকিস্তান পরমাণু অস্ত্রের প্রয়োগ করতে পারে। এক প্রশ্নের জবাবে পাক প্রধানমন্ত্রী জানান, অন্যান্য দেশের তুলনায় পাকিস্তানের পরমাণু অস্ত্র ভাÐার সুরক্ষিত হাতেই আছে। গত ২০ বছরে এটি প্রমাণিত হয়েছে। পাকিস্তান অত্যন্ত দায়িত্বশীল দেশ। গত ১৫ বছর ধরে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে সেই দায়িত্বের পরিচয় দিয়েছে বলেও জানান তিনি। অপর এক খবরে বলা হয়, সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে ভারতীয় সেনাদের উপর হামলা চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। গতকাল বৃহস্পতিবার সকালে আর এস পুরার আর্নিয়া সেক্টর লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে পাকিস্তানি রেঞ্জার্সরা। তবে ওই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। গত মঙ্গলবার কেরন সেক্টরে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালানো শুরু করে পাকিস্তান বাহিনী। মঙ্গলবার পাক সেনার গুলিতে নিহত হন এক ভারতীয় জওয়ান। পাশাপাশি পাক সেনার গুলিতে আহত হন আরও এক জওয়ান। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে শ্রীনগরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনার একদিন পর ফের গতকাল সকালে গুলি চালানো শুরু করে পাকিস্তানি রেঞ্জার্সরা। জিনিউজ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন