শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

আগামী নির্বাচন সুষ্ঠুভাবে করাই বড় চ্যালেঞ্জ, বিএনপিকে কোনো প্রস্তাব দেয়া হবে না: প্রধানমন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৭, ১০:৩৮ এএম

আগামী সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে করাই আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নিউইয়র্কে স্থানীয় সময় শুক্রবার বাংলাদেশ স্থায়ী মিশনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের সফলতার সম্পর্কে তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
তিনি আরো বলেন, আগামী নির্বাচনে অংশ গ্রহণের ব্যাপারে সরকারের পক্ষ থেকে বিএনপিকে কোনো ধরনের প্রস্তাব দেয়া হবে না।
তিনি বলেন, ২০১৪ সালে নির্বাচনের আগে আমি বিএনপি নেত্রীর সঙ্গে সমঝোতার চেষ্টা করেছি। তার ছোট ছেলের মৃত্যুর পর তাকে ফোন করা এবং সান্ত্বনা দেয়ার জন্য তার অফিসে গিয়েছিলাম। খালেদা জিয়া তার অফিসে প্রবেশ করার অনুমতি দেননি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন