শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

যশোরে পুলিশি অভিযানে গ্রেফতার ৭৯

প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

যশোর ব্যুরো : যশোরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭৯ জন গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার ৯ থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে কোতোয়ালি থানার পুলিশ ২৫ জনকে, চৌগাছা থানার পুলিশ ২ জনকে, শার্শা থানার পুলিশ ৬২ জনকে, ঝিকরগাছা থানার পুলিশ ৯ জনকে, বেনাপোল থানার পুলিশ ১৫ জনকে, কেশবপুর থানার পুলিশ ৬ জনকে, মণিরামপুর থানার পুলিশ ৮ জনকে, অভয়নগর থানার পুলিশ ৬ জনকে ও বাঘাপাড়া থানার পুলিশ দুইজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের নামে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন