কচুয়া ( চাঁদপুর )উপজেলা সংবাদদাতা : কচুয়ায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জে অন্তত ২০জন আহত হয়েছে। গতকাল শনিবার সকালে সাচার-গৌরিপুর মহাসড়কের সাচার নামক স্থানে এ ঘটনা ঘটে। আহতরা হলো:উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক সালাউদ্দিন সরকার(২৭), ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মুসা(১৯),রিয়াদ(২২),আমান উল্যাহ(২৩),হামানিয়া বাবু(২০) ও মিঞা সোহেল(২৫)। আহতরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, কচুয়ায় অনৈতিক ভাবে অযোগ্য কমিটি দেয়ায় বিক্ষোভ করেছে ছাত্রলীগ নেতারা। পরে ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি নির্বাচনী এলাকা কচুয়ায় গতকাল শনিবার সকালে প্রবেশ করলে তার গাড়ি বহর আধঘন্টা অবরুদ্ধ করে রাখে বিক্ষোভকারীরা। এ সময় কচুয়া থানা ও সাচার ফাঁড়ির পুলিশ এসে মিছিল উপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এসময় ড. মহীউদ্দীন খান এমপি বলেন, কমিটির ব্যাপারে আমি জানি না, এটা জেলা কমিটির সিদ্ধান্তে মোতাবেক হয়েছে। তবে তারা যে কাজটি করেছে তা সঠিক নয়। বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সালাউদ্দিন সরকার, বিতারা ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মিঞা মোঃ জাফর, সাচার কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল ভুইয়া প্রমুখ।
বিক্ষোভকারী বলেন, এই কমিটি বাতিল বা স্থগিত না করা হলে সামনে আরো কঠিন পদক্ষেপ নেয়া হবে। কমিটি বাতিল না করা হলে প্রতিনিয়ত আন্দোলন চলতে থাকবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন