কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মিরাজ হাসান টেনি (২৬) নামের এক যুবক নিহত হয়েছে। এ সময় ১ টি বিদেশি পিস্তল, ১ টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে বলে পুলিশের দাবি। এ ঘটনায় পুলিশের ৩ সদস্য আহত হয়েছেন বলেও জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার ভোরে উপজেলার পিপুলবাড়ীয়া বালিয়াডাঙ্গা মাঠে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। নিহত টেনি উপজেলার ছাতারপাড়া এলাকার আলম মণ্ডলের ছেলে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খাঁন জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বালিয়াডাঙ্গা মাঠে সন্ত্রাসীরা গোপন বৈঠক করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালালে পুলিশকে লক্ষ করে সন্ত্রাসীরা গুলি করতে থাকে। এ সময় পুলিশও পাল্টা গুলি করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে ডজন খানেক মামলার আসামি সন্ত্রাস মিরাজ হোসেন টেনিককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সংঘর্ষকালে পুলিশের ৩ সদস্য আহত হয়।
তার বিরুদ্ধে দৌলতপুর, ভেড়ামাড়াসহ বিভিন্ন থানায় ডজন খানেক মামলা আছে বলে পুলিশ জানিয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন