সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) সম্প্রতি দুবাইভিত্তিক ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জ সেন্টারের সহযোগী প্রতিষ্ঠান ইনস্ট্যান্ট ক্যাশ এফজেডই-এর সঙ্গে রেমিটেন্স সেবা চালু করল। সোস্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর ডা. মোঃ রেজাউল হক (অব.) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে গ্রাহকের নিকট রেমিটেন্সের অর্থ হস্তান্তরের মাধ্যমে এই সেবার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সোস্যাল ইসলামী ব্যাংকের বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আবদুর রহমান, এসআইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ শফিকুর রহমান এবং ইনস্ট্যান্ট ক্যাশের মার্কেটিং প্রধান অঞ্জলী মেনন। সোস্যাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এহসানুল আজিজ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এএমএম ফরহাদ, মোঃ ইউনুস আলী ও তারিক মোর্শেদসহ ব্যাংকের অন্য ঊর্ধ্বতন নির্বাহীগণ এবং ইনস্ট্যান্ট ক্যাশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। স বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন