নেত্রকোনা জেলা সংবাদদাতা : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলা বিএনপির উদ্যোগে গতকাল বুধবার থেকে শুরু হয়েছে ইউনিয়ন পর্যায়ে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান ও নবায়ন কার্যক্রম। এ উপলক্ষ্যে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক সাড়া পরিলক্ষিত হচ্ছে। নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, নেত্রকোনা সরকারি কলেজের সাবেক ভিপি আলহাজ্ব আবু তাহের তালুকদার প্রধান অতিথি হিসেবে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বাবুল আলম তালুকদারকে সাথে নিয়ে নারান্দিয়া ও বৈরাটী ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান ও নবায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এরশাদ আলী খন্দকারের সভাপতিত্বে জেলা বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক সালাহ্ উদ্দিন আহমেদ নওয়াবের পরিচালনায় বিএনপির সদস্য সংগ্রহ অভিযান ও নবায়ন কার্যক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য রাখেন পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সিঃ সহ-সভাপতি হাবিবুর রহমান ফকির, হাবিবুর রহমান হাবিব, নারান্দিয়া ইউপি চেয়ারম্যান এড্ আব্দুর রাশিদ, মহিলা দলের সভানেত্রী খাদিজা আমিন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এনামূল হক হলুদ, উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল খান, সালমান রহমান পল্লব, জাকির হোসেন জুয়েল, এ কে এম শহিদুল ইসলাম, হুমায়ুন কবীর পিন্টু, মেহেদী হাসান ও মুজাহিদুল ইসলাম পাপন প্রমূখ। বিভিন্ন অঙ্গও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিএনপির সদস্য সংগ্রহ অভিযান অনুষ্ঠানে বক্তারা, হামলা, মামলা, জেল, জুলুম, হুলিয়া উপেক্ষা করে রাজপথের লড়াকু সৈনিক, দলের দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের সাথে নিয়ে দলকে তৃণমূল পর্যায়ে আরো বেশী সু-সংগঠিত ও শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন