রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

গফরগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে শিশু কিশোর সমাবেশ

| প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

গফরগাঁও উপজেলা সংবাদদাতা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সকালে গফরগাঁও উপজেলার ১১নং লংগাইর ইউনিয়নের মাইজবাড়ি হাতেমতাই উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শিশু কিশোর সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, শেখ হাসিনাকে নিবেদিত কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান ও গফরগাঁও প্রেসক্লাবের সভাপতি আবদুল্লাহ আল আমিন বিপ্লব বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন।
এ উপলক্ষে আলোচনা সভায় মাইজবাড়ি হাতেমতাই উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এসএম ওয়াহেদুর রহমান বাদলের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান ও গফরগাঁও প্রেসক্লাবের সভাপতি দৈনিক সমকাল গফরগাঁও নিজস্ব প্রতিনিধি আলহাজ¦ আবদুল্লাহ আল আমিন বিপ্লব, পাগলা থানার ওসি চাঁন মিয়া, আব্দুর রহমান ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ গফরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল কাদির, লংগাইর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক নিজাম উদ্দিন সরদার, হাতেম তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাশারফ হোসেন, শিক্ষক রফিকুল ইসলাম, নিজাম উদ্দিন প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন