মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

রবির ইনফরমেশন সেন্টার অডিটে ভারতীয় প্রতিষ্ঠান

প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটার ইনফরমেশন সিস্টেম অডিটের জন্য ভারতীয় প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেছে টেলিযোগযোগ নিয়ন্ত্রণ সংস্থা (বিটিআরসি)। গতকাল (মঙ্গলবার) কমিশনের কার্যালয়ে বিটিআরসি ও স্থানীয় নিরীক্ষা প্রতিষ্ঠান মসিহ মুহিত হক এন্ড কোম্পানি এবং ভারতীয় সহযোগী নিরীক্ষা প্রতিষ্ঠান পি.কে.এফ শ্রীধর এন্ড সান্থনাম এলএলপি এর মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিটিআরসির পরিচালক (প্রশাসন) আফতাব মো. রাশেদুল ওয়াদুদ এবং অডিট ফার্ম মুসি মুহিত হক এন্ড কোম্পানির অংশীদার মুরাহেব মালিক চৌধুরী, এফসিএ ও পিকে.এফ শ্রীধর এন্ড সান্থনাম এলএলপি-এর গণপতি সুব্রামনিয়ান তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে বিটিআরসির স্পেকট্রাম বিভাগের কমিশনার এ টি এম মনিরুল আলম উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কমিশন সচিব মো. সরওয়ার আলম, অর্থ, হিসাব ও রাজস্ব শাখার পরিচালক আশীষ কুমার কুÐু, লিগ্যাল শাখার পরিচালক তারেক হাসান সিদ্দিকী এবং এনফোর্সমেন্ট ও ইন্সফেকশন শাখার পরিচালক ইয়াকুব আলী।
মোবাইল অপারেটর রবি বাংলাদেশে কার্যক্রম শুরুর পর প্রথমবারের মতো বিটিআরসি পূর্ণাঙ্গ এ অডিট কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এ অডিট কার্যক্রমের ফলে রবির কার্যক্রমে আরো স্বচ্ছতা ও গতি আসবে এবং সেবার মানও উন্নত হবে বলে বিটিআরসির পক্ষ থেকে বলা হয়। ইতোমধ্যে কমিশন মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের অডিট কার্যক্রম শুরু করেছে। ক্রমান্বয়ে অন্যান্য অপারেটরের ইনফরমেশন সিস্টেম অডিটসহ বিস্তারিত অডিট কার্যক্রম সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানানো হয়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন