বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল (মঙ্গলবার) দিনব্যাপী বসন্ত উৎসব-১৪২২ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মলচত্বরে প্রথমবারের মতো এ উৎসবের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল সোসাইটি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও কালচারাল সোসাইটির প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, বরেণ্য নাট্য ব্যক্তিত্ব আলী যাকের, সংগঠনের মডারেটর সহযোগী অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী, বসুন্ধরা গ্রæপের কর্মকর্তা সলিমুল্লাহ সেলিম প্রমুখ।
বিকেলের সাংস্কৃতিক পর্বের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। মূল মঞ্চে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন