টাঙ্গাইলে আটশ’ ইয়াবাসহ মাদক ব্যবসার সাথে জড়িত অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজার মূল্য দুই লাখ চল্লিশ হাজার টাকা।
শনিবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে গ্রেফতারকৃতদের উপস্থিতিতে সাংবাদিকদের কাছে এসব তথ্য তুলে ধরা হয়। গ্রেফতারকৃতরা হলো, ভূয়াপুর উপজেলার সাবলকুড়া গ্রামের মো. আরফান আলীর ছেলে আল আমিন (২৫), বামন হাটা খাঁ পাড়া গ্রামের মো. ওমর আলী খানের ছেলে আনোয়ার হোসেন (৩৫), বেতুয়া উত্তরপাড়া গ্রামের মুসলিম উদ্দিন আকন্দের ছেলে হিটলুর রহমান (২৮) ও রামপুর গ্রামের হযরত আলীর ছেলে জাহির হোসেন (৩০)।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) অশোক কুমার সিংহ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত শুক্রবার রাতে টাঙ্গাইল শহরের হীরা সুপার মার্কেটে অভিযান চালানো হয়। এসময় মাদক ব্যবসার সাথে জড়িত অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে আল-আমিনের দেহ তল্লাশি করে চারটি প্যাকেটের মধ্যে রাখা আটশ’ ইয়াবা উদ্ধার করা হয়। অপর তিনজন ইয়াবা বিক্রিতে সহযোগী হিসেবে কাজ করতো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান অশোক কুমার সিংহ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন