স্টাফ রিপোর্টার : টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচন ফের স্থগিত করে আগামী ৩ মে এসংক্রান্ত আপিল শুনানির দিন ধার্য করেছেন আদালত। গতকাল (মঙ্গলবার) প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কাদের সিদ্দিকীর লিভ টু আপিল মঞ্জুর করে এই আদেশ দেন আপিল বিভাগ। সংসদ সদস্যপদ থেকে লতিফ সিদ্দিকী পদত্যাগ করলে টাঙ্গাইল-৪ আসন শূন্য হয়। এর আগে পবিত্র হজ নিয়ে মন্তব্যের কারণে তাকে দল থেকে বহিষ্কার করে আওয়ামী লীগ। মন্ত্রিসভা থেকেও তাকে অপসারণ করা হয়। শূন্য আসনে উপনির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দেন লতিফ সিদ্দিকীর ভাই কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। তবে ঋণ খেলাপের অভিযোগে গত বছরের ১৩ অক্টোবর তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এর বিরুদ্ধে কাদের সিদ্দিকী নির্বাচন কমিশনে আপিল করলে তা ১৮ অক্টোবর খারিজ হয়। ৪ ফেব্রæয়ারি হাইকোর্টও বহাল রাখেন নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। তখন নির্বাচন কমিশনের আইনজীবী বলেছিলেন, রায়ের পর টাঙ্গাইল-৪ আসনে উপনির্বাচন অনুষ্ঠানে আর কোনো আইনগত বাধা থাকছে না। আর ওই উপনির্বাচনে প্রার্থী হতে পারছেন না কাদের সিদ্দিকী। আসনটিতে ২০ মার্চ উপনির্বাচন হওয়ার কথাও জানায় নির্বাচন কমিশন। উপনির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন (লিভ টু আপিল) করেন কাদের সিদ্দিকী। গতকাল তার আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন আপিল বিভাগ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন