শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা। সরেজমিনে গিয়ে স্থানীয় ও ক্ষতিগ্রস্ত দোকানদার সূত্রে জানা গেছে, বুধবার ভোর ৪টার দিকে সাহাপাড়া বাজারে বিদ্যুতের লাইন থেকে আগুনের সূত্রপাত হলে স্থানীয় লোকজন জানতে পেরে প্রথমে এলাকাবাসীর সহায়তায় আগুন নিভানোর চেষ্টা করে ব্যর্থ হলে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময়ের মধ্যে ৭টি দোকান-ঘরের মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এব্যাপারে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবুল হাসান জানান, বিদ্যুৎ শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।
এদিকে আগুনের সূত্রপাত বিদ্যুতের শট সার্কিট হাউস হলেও নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জানান, আগুনের সূত্রপাত বিড়ি-সিগারেটের আগুন থেকে। ভস্মীভূত হওয়া দোকানগুলির পিছনে দীর্ঘদিন যাবত সারারাত নেশা ও জুয়ার আড্ডা চলে এবং তারা অত্যন্ত প্রভাবশালী হওয়ার কারণে কেউ মুখ খুলার সাহস পায় না। ওই একই সূত্র আরও জানায়, গত ১০ বছরের মধ্যে সাহাপাড়া বাজারে ৭ বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যদিও বাজারে বেতনভুক্ত ৪ জন নাইট গার্ড রয়েছে। উল্লেখ্য, ৩ বছরের ব্যবধানে একই স্থানে ৩ বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন