রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সারচার্জ ব্যবস্থাপনা নীতি অনুমোদন ও জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচি প্রণয়ন জরুরি - ডা. প্রাণ গোপাল দত্ত

| প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : প্রফেসর ডা. প্রাণ গোপাল দত্ত বলেন, অকাল মৃত্যু ও অসুস্থ্যতা হ্রাস এবং রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালীকরণে বাংলাদেশ সরকার তামাক নিয়ন্ত্রণে গ্রহণ করেছে নানা ধরনের যুগান্তকারী পদক্ষেপ। ২০১৪-১৫ অর্থ বছরে বাংলাদেশে উৎপাদিত ও আমদানিকৃত সকল তামাকজাত দ্রব্যের বিক্রয় মূল্যের উপর ১শতাংশ হারে ‘স্বাস্থ্য উন্নয়ন সারচাজর্’ আরোপ করেছে। এ অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতেই সারচার্জ ব্যবস্থাপনা নীতি অনুমোদন ও জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচি গ্রহণ করা অত্যন্ত জরুরী। গতকাল বাংলাদেশ তামাক বিরোধী জোট জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয় তামাকমুক্ত দিবস উদযাপন ও সম্মাননা প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ তামাক বিরোধী জোটের সমন্বয়কারী সাইফুদ্দিন আহমেদ, অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নাছিমা বেগম, দ্যা ইউনিয়নের কারিগরি উপদেষ্টা এডভোকেট সৈয়দ মাহবুবুল আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এইড ফাউন্ডেশনের আমিনুল ইসলাম বকুল।
সৈয়দ মাহবুবুল আলম বলেন, কার্যকর তামাক নিয়ন্ত্রণের অন্যতম শর্ত হচ্ছে, তামাক কোম্পানি ও তাদের সুবিধাভোগীদের হস্তক্ষেপ থেকে তামাক নিয়ন্ত্রণকে সুরক্ষিত রাখা। তিনি অবিলম্বে তামাক কোম্পানি থেকে সরকারের শেয়ার ও তামাক কোম্পানিতে সরকারের প্রতিনিধিদের প্রত্যাহার করার দাবি জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন