শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

সিসিক কাউন্সিলর দীবা রানী বরখাস্ত

প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

সিলেট অফিস : সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সংরক্ষিত ওয়ার্ডের (ওয়ার্ড নং-৫) কাউন্সিলর দীবা রানী দে বাবলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব সরোজ কুমার নাথ স্বাক্ষরিত এক সরকারি প্রজ্ঞাপনে তার বরখাস্তের আদেশ জারি করা হয়েছে।
প্রেসিডেন্টের আদেশক্রমে জারি করা ওই আদেশক্রমে বলা হয়েছে, দীবা রানী দে বাবলীর বিরুদ্ধে সিলেট কোতোয়ালি থানায় দায়েরকৃত জিআর মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হয়েছে। এ জন্য স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯-এর ধারা ১২-এর উপধারা (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে তাকে সাময়িক বরখাস্ত করা হলো। সরকারি প্রজ্ঞাপনের এই অনুলিপি সিলেটের বিভাগীয় কমিশনার, সিসিক’র প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দফতরগুলোতে পাঠানো হয়েছে। সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর দীবা রানী দে বাবলীকে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন সিসিক’র প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব। প্রসঙ্গত, এলাকায় বিভিন্ন ব্যক্তির উপর হামলা, বাড়িতে অনাধিকার প্রবেশ, শারীরিক নির্যাতন, চুরি, লুটপাটসহ বিভিন্ন অভিযোগে দীবা রানী দে বাবলীর বিরুদ্ধে দায়ের করা ওই ৩টি ফৌজদারী মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন