নাটোর জেলা সংবাদদাতা : নাটোরের সিংড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিংড়া পৌর শাখা আয়োজিত সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার পৌর বিএনপির কার্যালয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী এ্যাড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু’র আহবানে এই কর্মসূচি উদ্বোধন করা হয়। সিংড়া পৌর বিএনপির সভাপতি ও সাবেক ম্যাব মহাসচিব মেয়র শামিম আল রাজি’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. আলী আজগর খান, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, মহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান লিটন, থানা যুবদলের সভাপতি তায়েজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফি, সাবেক জিএস আতাউল গনি পলাশ প্রমূখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন