শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

প্রতারণার দায়ে ২৭ প্রতিষ্ঠানকে জরিমানা

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৭, ১২:১৫ এএম


পণ্যের বিক্রয় মূল্য লেখা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিসহ নানাভাবে ভোক্তাদের প্রতারণার দায়ে ২৭ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৯২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অধিদফতরের প্রধান কার্যালয়সহ বিভিন্ন বিভাগীয় ও জেলা কার্যালয়ে বাজার তদারকি করে এসব জরিমানা আদায় করা হয়। গতকাল মঙ্গলবার ভোক্তা অধিদফতর এ তথ্য জানিয়েছে।
অধিদফতর জানায়, বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভিন্ন বিভাগীয় ও জেলা কার্যালয়ের ৭ জন কর্মকর্তার নেতৃত্বে ৯ অক্টোবর বাজার তদারকি করে। এসময় ঢাকা মহানগরসহ, ময়মনসিংহ, নওগাঁ, ভোলা, দিনাজপুর এবং গাইবান্ধায় তদারকি করা হয়।
ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শাহনাজ সুলতানা রাজধানীর শাহবাগ ও পল্টন এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরির অভিযোধে মুসলিম সুইটস অ্যান্ড ফ্যাক্টরি, মধুরিমা হোটেল অ্যান্ড রেস্তোরা, নোয়াখালী হোটেল, ভাই ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ও পল্টন শাহী বিরিয়ানী হাউজকে যথাক্রমে ৫০ হাজার, ৩০ হাজার, ৩০ হাজার, ৩০ হাজার ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে আমানিয়া স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক আফরোজা রহমানের নেতৃত্বে তেজগাঁও এলাকায় মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরির অপরাধে বেনিয়ানশেড ফুডকে ৪০ হাজার টাকা এবং পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে মনিহার বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযোগ শুনানিতে পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে ওয়ের্স্টান বাজারকে ১০ হাজার টাকা এবং ধার্য্যকৃত মূল্যের বেশি দামে পণ্য বিক্রয়ের অপরাধে সাংহাই চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারকে ২০ হাজার টাকা, নিউ ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ২৪ হাজার টাকা, কারওয়া থাই ও ইয়ং কিং রেস্টুরেন্টকে যথাক্রমে ২০ হাজার টাকা ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অধিদফতর ৭টি বাজার তদারকির ও ৭টি লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ২৭টি প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ ৯২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। আদায়কৃত জরিমানা থেকে ৭ জন অভিযোগকারীকে পুরস্কারহিসেবে ২১ হাজার টাকা প্রদান করা হয়।
সংশ্লিষ্ট জেলা প্রশাসন, আর্মড পুলিশ ব্যাটালিয়ান ও জেলা পুলিশ, বাজার কর্মকর্তা, স্যানেটারি ইন্সপেক্টর এবং ক্যাব এসব তদারকি কার্যে সহায়তা প্রদান করেন। তদারকিকালে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।#########

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন