প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার বিদেশে যাওয়ার ব্যাপারে প্রজ্ঞাপন জারি করেছে আইন, সংসদ ও বিচার বিষয়ক মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আইন সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক বলেন, আদেশ জারি হয়েছে। এখন প্রধান বিচারপতি যেকোনো সময় বিদেশ যেতে পারবেন। তিনি ফিরে না আসা পর্যন্ত আব্দুল ওয়াহ্হাব মিঞা প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন।
এর আগে গতকাল বুধবার রাতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইনমন্ত্রী আনিসুল হক প্রধান বিচারপতি এস কে সিনহার অস্ট্রেলিয়া যাওয়ার বিষয়ে জিও (গভর্নমেন্ট অর্ডার) জারির ফাইলে সই করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন