মানহানি ও জিয়া অরফানেজ ট্রাস্টসহ দুই মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে ঢাকা বারের বিএনপিপন্থী আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেছেন।
আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ, জেলা জজ ও সিএমএম আদালত প্রাঙ্গণে ঢাকা বারের সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক আজিজুল হক, সাবেক সভাপতি সানাউল্লাহ মিয়া, মাসুদ আহম্মেদ তালুকদারসহ শতাধিক আইনজীবী এ বিক্ষোভ মিছিলে অংশ নেন।
এর আগে সকালে ঢাকা মহানগর হাকিম নূর নবী ও ঢাকার পঞ্চম বিশেষ জজ ড. আখতারুজ্জামান গ্রেপ্তারি পরোয়ানা জারির এ আদেশ দেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন