লালমোহন (ভোলা) উপজেলা সংবাদদাতা : ভোলার লালমোহনে জমিজমাসংক্রান্ত বিষয়ের জের ধরে দুই একর জমির মাছের ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে উপজেলার ধলীগৌরনগন ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চর মোল্লাজী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকার মাছ চাষীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
জানা গেছে, একই এলাকার বেলায়েত ভূইয়ার সাথে একই বাড়ির আশেক এলাহী ভূইয়ার সাথে র্দীঘ দিন ধরে প্রায় ১৫ একর জমি নিয়ে বিরোধ চলে আসে। ওই বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে বেলায়েত ভূইয়ার নেতৃত্বে, জাকির ভূইয়া, জহির ভূইয়া, জাফর ভূইয়া, আলাউদ্দিন, জসিম ভূইয়া, মফিজ, ফরিদ দালাল, জাফর উল্যাহ সহ ১৫ থেকে ২০ মিলে আশেক এলাহী ভূইয়ার দখলীয় জমি দখল করে ঘর উত্তোলন করেন। আশেক এলাহী ভূইয়ার ছেলে সুমন ভূইয়া অভিযোগ করেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তার মালীকাধীন ২ একর জমির মাছের ঘেরে মঙ্গলবার রাত ১১টার ইউনিয়ন স্বেচ্ছো সেবকলীগের সাধারণ সম্পাদক জাকির ভূইয়ার নেতৃত্বে দিকে বিষ প্রোয়গ করা হয়। এতে তার ঘেরের চিংড়ি, রুই, কাতল, মিনার কাপ সহ বিভন্ন প্রকারের প্রায় ৫ লক্ষ টাকার মাছ মারা যায়। এঘটনায় আশেক এলাহী বাদী হলে লালমোহন থানায় লিখিত অভিয়োগ দায়ের করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন