ফরিদপুর জেলা সংবাদদাতা ঃ ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের উত্তর আড়পাড়ায় বিদ্যুতের সংযোগ দেয়া হলেও ২৭টি পরিবার বিদ্যুৎ থেকে বঞ্চিত। আড়পাড়া গ্রামে পল্লী বিদ্যুতের সংযোগ থাকলেও উত্তর আড়পাড়ার ২৭টি পরিবার বিদ্যুতের আওতার বাইরে রয়েছে। ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে জেনারেল ম্যানেজার বরাবর চারটি পিলার ও ২৭টি পরিবার পল্লী বিদ্যুতের সদস্যভুক্তকরণ এবং সংযোগ পাওয়ার জন্য আবেদন করা হয়েছে। পুরো গ্রাম বিদ্যুতের আলোয় আলোকিত হলেও অন্ধকারে রয়েছে ২৭টি পরিবার। এ যেন প্রদীপের নীচেই অন্ধকার।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন