কালীগঞ্জ (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : বিলবোর্ড ছিড়ার মিথ্যা অপবাদ দিয়ে স্থানীয় সন্ত্রাসীরা ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদককে পিটিয়ে মেরুদন্ড ভেঙ্গে হাত-পায়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া গ্রামের পুলকের মুদির দোকানের সামনে সোমবার বিকালে ঘটেছে। এ সময় স্বামীকে বাঁচাতে স্ত্রী এগিয়ে গেলে তাকেও ঠাক্কা দিয়ে ফেলে দেয় সন্ত্রাসীরা। আহত বিএনপি নেতা মো. আমজাদ হোসেন ও এলাকাবাসী জানায়, উপজেলার বাহাদুরসাদী ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন সোমবার স্থানীয় মসজিদে আসর নামাজ আদায় করে খলাপাড়া গ্রামের পুলকের মুদির দোকানের বেঞ্চে গিয়ে বসেন। ওই সময় বাহাদুরসাদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি রুবেলের নেতৃত্বে সন্ত্রাসী হৃদয়, রাকিব ও মুরাদ বিলবোর্ড ও পোষ্টার ছিড়ার মিথ্যা অপবাদ দিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সন্ত্রাসীরা তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে লাঠি দিয়ে পিটিয়ে মেরুদন্ড ভেঙ্গে ফেলে। এছাড়াও তার হাত-পায়সহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন