শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

স্ট্রিমিং মাধ্যমের বিপক্ষে স্টিভেন স্পিলবার্গ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

চলচ্চিত্র নির্মাতা স্টিভেন স্পিলবার্গ অন্য নির্মাতাদের শুধু টেলিভিশনের জন্য নয় বরং থিয়েটারের জন্য চলচ্চিত্র নির্মাণের জন্য অনুরোধ করেছেন। তিনি স্পষ্টতই টেলিভিশন বলতে স্ট্রিমিং সার্ভিস নেটফ্লিক্সকে বুঝিয়েছেন। সিনেমা অডিও সোসাইটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ফিল্মমেকার অ্যাওয়ার্ড গ্রহণের সময় স্পিলবার্গ নির্মাতাদের অনুরোধ করেন দর্শকদের সিনেমা হলের অভিজ্ঞতা দেয়ার মত চলচ্চিত্র নির্মাণ করতে। তিনি বলেন : “আমি আশা করি চলচ্চিত্র নির্মাতা হিসেবে আমরা এই বিশ্বাস অব্যাহত রাখব যে- দর্শকদের চলচ্চিত্রের ক্ষেত্রে সিনেমা থিয়েটারের অভিজ্ঞতা দেবার জন্য অবদান রাখতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সিনেমা হল চিরদিন থাকবে।” তিনি জানান টেলিভিশন তথা স্ট্রিমিং মাধ্যমের বিরোধী নন তিনি, তবে মনে করেন থিয়েটারের অভিজ্ঞতা আরও অনেক বড়। “আমি টেলিভিশন ভালবাসি। আমি এই সুবিধা পছন্দ করি। বর্তমানের কিছু অসাধারণ সৃষ্টি, সেরা কিছু পরিচালনা, সেরা কিছু পারফরমেন্স হয়েছে টেলিভিশনকে কেন্দ্র করে।” “বাড়িতে সাউন্ড এখন অন্য যে কোনও সময়ের চেয়েও অনেক উন্নত, তবে আপনার অজানা অপরিচিত অন্যদের সঙ্গে অন্ধকার একটি বড় থিয়েটারে যাবার মত অভিজ্ঞতা আর হতে পারে না। এই গভীর অভিজ্ঞতায় আমরা এখনও বিশ্বাস করি,” তিনি আরও বলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন