শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

অভিনব কায়দায় প্রতিবাদ!

প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : অবাক হলেও সত্যি, চলমান জয়যাত্রা ফাউন্ডেশন ঢাকা মহানগরী টেবিল টেনিস লিগে খেলছে বাকপ্রতিবন্ধী ও শ্রবণ প্রতিবন্ধীরাও! অভিযোগ রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে অনৈতিকভাবে প্রিমিয়ার বিভাগে খেলার সুযোগ করে দেয়ায় বয়েজ ক্লাব এমন খেলোয়াড়দের নিয়েই দল গঠন করেছে। এই ক্লাবের কর্মকর্তাদের বক্তব্য, ‘আমরা নিজেদের কায়দায় ফেডারেশনের বিরুদ্ধে প্রতিবাদ করছি।’ জয়যাত্রা ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় গত মঙ্গলবার শুরু হয়েছে পুরুষ ও মহিলা বিভাগের প্রিমিয়ার বিভাগের টেবিল টেনিস লিগ। এ আসরে খেলছেন দেশসেরা টিটি খেলোয়াড় মাহবুব বিল্লাহ, মানস চৌধুরীরা। আগে থেকেই গুঞ্জন ছিল, গত আসরে না খেলা বিমানকে ফের লিগে খেলার অনুমতি দেয়ায় ফুঁসে ওঠেছে ক’টি ক্লাব। এদের অন্যতম বয়েজ ক্লাব। প্রথম দিকে তারা না খেলার সিদ্ধান্ত নিয়েছিল। পরে অবশ্য অবনমন না থাকায় বাকপ্রতিবন্ধী ইউসুফ (বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রশাসকের আশ্রিত পিয়ন) ও শ্রবন প্রতিবন্ধী আবদুর রহমানকে (বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রেসবক্সের পিয়ন) নিয়ে দল গঠন করে হাস্যরসের সৃষ্টি করেছে ক্লাবটি। এ বিষয়ে বয়েজ ক্লাবের প্রতিনিধি আহসান আহমেদ অমিত বলেন, ‘এমন অন্যায়ের বিরুদ্ধে শিক্ষা দিতে চেয়েছিলাম ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার হাসান মুনীরকে। তাই দুই প্রতিবন্ধীদের খেলিয়ে নিজেদের কায়দায় প্রতিবাদ করেছি।’
অভিযোগ আছে, সাধারণ সম্পাদক খন্দকার হাসান মুনীরের স্বেচ্ছ¡াচারিতার কারণেই নাকি ফেডারেশনে আসা বন্ধ করে দিয়েছেন সাবেক তারকা খেলোয়াড়রা। তাই গিনেজ রেকর্ডধারী জোবেরা রহমান লিনু এখন নাটক লিখে এবং নিজের ঢাকা সাইক্লিং ক্লাব নিয়েই সময় কাটাচ্ছেন। লিনু বলেন, ‘আমি তো ফেডারেশনের সাধারণ সদস্যই নই। তাছাড়া আমাকে তো কখনোই তারা ডাকেন না। তাহলে কেন আমি ফেডারেশনে যাবো? এই ভালো যে নাটক ও সাইক্লিং নিয়ে রয়েছি।’ এক প্রসঙ্গে সাবেক তারকা খেলোয়াড় সাইদুল হক সাদী বলেন, ‘ফেডারেশনের সহ-সভাপতি হিসেবে পরিচয় দিতে এখন আমার লজ্জা লাগে। তাছাড়া সাধারণ সম্পাদক আমাদের ডাকেনও না কোন কাজে। তাহলে কেন আমরা সেখানে যাবো?’ আরেক সাবেক তারকা টিটি খেলোয়াড় এনায়েত হোসেন মারুফও সাধারণ সম্পাদকের স্বেচ্ছ¡াচারিতার কারণে হতাশ। যদিও তিনি প্রিমিয়ার বিভাগের ক্লাব শেখ রাসেলের প্রতিনিধি, তাই এখনো ফেডারেশনে তার যাতায়াত রয়েছে। যার বিরুদ্ধে এতো অভিযোগ, সেই খন্দকার হাসান মুনীর বলেন, ‘সাদী ভাই প্রিমিয়ার বিভাগের উদ্বোধনী দিনেও এসেছিলেন। তাছাড়া এশিয়ান টিটি ইউনিয়ন ভ্যাটার্ন কমিটিতে রাখার জন্য উনার নামও আমরা পাঠিয়েছি। আর খেলোয়াড় জোবেরা হোসেন লিনু আমাদের আইডল। এ ব্যাপারে কোন সন্দেহ নেই। তবে সাংগঠনিক দিক দিয়ে উনার সঙ্গে আমাদের কিছুটা দূরত্বের সৃষ্টি হয়েছে এটা সত্যি।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন