শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ময়মনসিংহে গোল্ডকাপ ফুটবল

প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বৃহত্তর ময়মনসিংহে আজ থেকে শুরু হচ্ছে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। ময়মনসিংহের ছয় জেলা অংশ নেবে এই টুর্নামেন্টে। দলগুলো দুই গ্রæপে ভাগ হয়ে খেলবে। ব্র‏হ্মপুত্র গ্রæপে ময়মনসিংহ, নেত্রকোনা ও কিশোরগঞ্জ এবং যমুনা গ্রæপে খেলবে টাঙ্গাইল, জামালপুর ও শেরপুর। লিগ পদ্ধতিতে প্রত্যেকটি দল হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে একে অন্যের মুখোমুখি হবে। প্রত্যেক দলে দু’জন বিদেশীসহ চারজন বাইরের ফুটবলার খেলতে পারবেন। বাকিদের নিজ জেলার খেলোয়াড় হতে হবে। আজ বিকেল তিনটায় ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করবেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। এ সময় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন এমপি, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি, প্রধানমন্ত্রীর মূখ্যসচিব ও বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ উপস্থিত থাকবেন। নেত্রকোনা ও জামালপুরে দু’টি সেমিফাইনাল এবং ১ এপ্রিল টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। গতকাল রমনাপার্কস্থ হোটেল এশিয়ানোতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও জিএমসিসি স্পোর্টিং ক্লাবের আহŸায়ক হাফিজুর রহমান মুন্সী। এ সময় অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান পান্না, ময়মনসিংহ সমন্বয় পরিষদের মহাসচিব রাশেদুল হাসান শেলী, বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতির সভাপতি মোল্লা জালাল, ঢাকাস্থ জামালপুর জেলা সমিতির মহাসচিব গ্রæপ ক্যাপ্টেন (অব.) শফিকুল ইসলামসহ বিভিন্ন জেলা সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন