শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

হেরেও মেয়েদের নতুন রেকর্ড

প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : কেবল মাশরাফিরা নয়, এগিয়ে চলেছে বাংলাদেশের মেয়েরাও। কয়েক বছর আগেও বাংলাদেশের মেয়েদের ক্রিকেট বলতে ছিল কেবল আনুষ্ঠানিকতা যেন। ‘অংশগ্রহণই বড় কথা’র আপ্তবাক্য। প্রতিযোগিতামূলক ক্রিকেটে এত দ্রæত বাংলাদেশের মেয়েদের ভালো কিছু করার প্রত্যাশা বা দাবি কেউ করে না। কিন্তু তবু নিজেদের উন্নতির ছাপটা বেশ ভালোভাবেই দেখাচ্ছেন জাহানারা-সালমারা।
ইংল্যান্ডের মতো একটা দলকে বাংলাদেশ এখনই হারিয়ে দেবে, এতটা আশা কেউ করে না। গতকাল টি-২০ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ হেরেছেও। টি-২০ বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ ইনিংস গড়লেও টানা দ্বিতীয় হার এড়াতে পারেনি বাংলাদেশ। ইংল্যান্ডের কাছে জাহানারা আলমের দল হেরেছে ৩৬ রানে। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে গতকাল টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৩ রান তোলে ইংল্যান্ডের মেয়েরা। জবাবে ২০ ওভারে ৬ উইকেটে ১১৭ রান তুলতে পারে বাংলাদেশ। টি-২০তে বাংলাদেশের মেয়েদের এটাই সর্বোচ্চ রানের ইনিংস।
কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে ৩৬ রানের এই পরাজয়েও বাংলাদেশের আছে অনেক প্রাপ্তি। সবচেয়ে বড় প্রাপ্তি তো অবশ্যই নিজেদের সর্বোচ্চ রানের স্কোরের রেকর্ডটা নতুন করে লেখা। ১১৭ রানই এখন বাংলাদেশের মেয়েদের নতুন সর্বোচ্চ স্কোর। দুই বছর আগে সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে ১১৫ করেছিল বাংলাদেশ। টি-টোয়েন্টিতে বাংলাদেশের মেয়েরা এর আগে মাত্র সাতবারই এক শ পেরোতে পেরেছিল। পাশাপাশি নিগার সুলতানার ২৮ বলে ৩৫, সালমা খাতুনের ৩০ বলে ৩২ আর পঞ্চম উইকেটে দুজনের ৬৪ রানের জুটিটাই বাংলাদেশ নতুন এক উচ্চতায় নিয়ে গেল। পঞ্চম উইকেটে এটি বাংলাদেশের নতুন রেকর্ড জুটি। যেকোনো চতুর্থ সর্বোচ্চ। ফারজানা আর রুমানার ব্যাট থেকেও এসেছে ১৯ রানের দুটি ইনিংস। এর মধ্যে নিগারের লং অফের ওপর দিয়ে মারা একটি ছক্কাও আছে।
এর আগে বাংলাদেশ অধিনায়ক জাহানারা বল হাতে ৩ উইকেট নেন। জাহানারা এ নিয়ে তিনবার তিন উইকেট করে নিলেন। ৭ উইকেটে ১৫৩ তুলেছিল ইংল্যান্ড।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন