সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আজারবাইজানে ত্রিদেশীয় রেলওয়ে প্রকল্প উদ্বোধন করবেন এরদোগান

ইসলাম ও তুরস্কের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে ইউরোপ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৭, ৯:১৯ পিএম

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, তুরস্ক এবং ইসলামকে ভয় পেয়েই তুর্কিবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে ইউরোপ। ইউরোপের ভয়, তারা ক্রমেই কর্তৃত্ব হারাচ্ছে, তাই তারা ভীত এবং যা কিছু তাদের থেকে ভিন্ন সেটার প্রতি তারা ক্রমেই শত্রুভাবাপন্ন হয়ে উঠছে, বলেও যোগ করেন তিনি। সম্প্রতি সেন্ট্রাল আনাতোলিয়ান প্রদেশে আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন তিনি। তিনি বসনিয়ার স্রেব্রেনিচা গণহত্যায় নেদারল্যান্ডস কুকর্মের সহকারিতা সম্পর্কে তার অভিযোগ পুনর্ব্যক্ত করে বলেন, ডাচরা সেই ইহুদী, রোমান এবং এমনকি অতীতে খ্রিস্টধর্মের বিভিন্ন শাখার সম্প্রদায়দের অনুরূপ কুকর্ম করেছে। গণতন্ত্র, স্বাধীনতা, ন্যায়বিচার ও আইনের পাঠ কোন অধিকার ইউরোপের নেই। কেননা, তারা এখনো ফ্যাসিবাদের আত্মা ইউরোপের রাস্তায় ছড়াচ্ছে বলে উল্লেখ করেন এরদোগান। তিনি বলেন, আমরাই ইউরোপের ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্র, স্বাধীনতা, ন্যায়বিচার ও আইনের শাসনের সুরক্ষা বজায় রাখবো। যা ঐ মূল্যবোধ এখন আমাদের থেকে তাদের বেশি দরকার। তিনি জার্মান-স্যুইস সংবাদ মাধ্যমে প্রকাশিত এগেইনস্ট এরদোগানস ডিক্টেটরশিপ শিরোনামে প্রকাশিত সংবাদ প্রত্যাখ্যান করে তিনি বলেন, এখানে আমার কোনো ব্যক্তিগত বিষয় জড়িত নেই। এখানে যা হচ্ছে তার সরকার ব্যবস্থার পরিবর্তন হচ্ছে। অপর এক খবরে বলা হয়, তুরস্ক, আজারবাইজান ও জর্জিয়ার মধ্য সরাসরি রেলপথ বাকু-তিবিলিসি-কারস রেলওয়ের উদ্বোধন করতে দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজারবাইজান যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। ৩০ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত প্রেসিডেন্ট এরদোগান আজারবাইজান সফর করবেন বলে গত শুক্রবার তুর্কি প্রেসিডেন্টের সরকারি ওয়েবসাইটে বলা হয়। সফরে বাকু-তিবিলিসি-কারস রেলওয়ের উদ্বোধন ছাড়াও এরদোগান তুরস্ক-আজারবাইজান হাই লেভেল স্ট্র্যাটেজিক কাউন্সিলের (এইচএলএসসি) -এর ষ বৈঠকে যোগ দিবেন। তিন দেশের আঞ্চলিক প্রকল্প বাকু-তিবিলিসি-কারস রেলওয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে আরো থাকছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলামহ আলিয়েভ এবং জর্জিয়ার প্রধানমন্ত্রী গিয়েরজি কিভিরিকশভিলি। আগামী ৩০ অক্টোবর তিন দেশের মধ্যকার এই রেলপথের উদ্বোধন করা হবে। আনাদুলো,বিবিসি,নিউজ ডট এজে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন