‘চল যাই এক সাথে আজ ঘরের বাহিরে, খেলার মাঠে খেলব সবাই নুতন জোয়ারে’-এই থিম সংয়ের মধ্যদিয়ে শুরু হয়েছে প্রথম বাংলাদেশ যুব গেমসের আনুষ্ঠানিক যাত্রা। গেমসকে সামনে রেখে গতকাল সন্ধ্যায় কুর্মিটোলা গলফ ক্লাবে লোগো এবং মাসকট উন্মোচন করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী এবং বাংলাদেশ যুব গেমসের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান আবুল মাল আব্দুল মুুহিত বাটন টিপে আনুষ্ঠানিকভাবে লোগো উন্মোচন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিওএ সভাপতি ও সেনাবাহিনী প্রধান এবং যুব গেমসের প্রধান নির্বাহী জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। এ সময় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, যুবও ক্রীড়া বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল, মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ও বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। আগামী ১৮ ডিসেম্বর একযোগে দেশের ৬৪ জেলায় উদ্বোধন হবে সাতদিন ব্যাপী জেলা পর্যায়ের বাংলাদেশ যুব গেমস। দেশের সবক’টি বিভাগে একযোগে দশদিন ব্যাপী বিভাগীয় পর্যায়ের যুব গেমস শুরু হবে ৬ জানুয়ারী থেকে। এবং আগামী বছরের মার্চে জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
স্কোর কার্ড
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা, ২য় টি-২০
পচেফস্ট্রুম, টস : বাংলাদেশ
দ.আফ্রিকা ইনিংস রান বল ৪ ৬
আমলা ক সৌম্য ব সাইফউদ্দিন ৮৫ ৫১ ১ ১
মোশেলি বোল্ড সাকিব ৫ ৫ ১ ০
ডুমিনি বোল্ড সাকিব ৪ ৮ ০ ০
ভিলিয়ার্স ক ইমরুল ব সাইফউদ্দিন ২০ ১৫ ১ ১
মিলার অপরাজিত ১০১ ৩৬ ৭ ৯
বেহারডিন অপরাজিত ৬ ৫ ০ ০
অতিরিক্ত (লেবা ১, ও ২) ৩
মোট (৪ উইকেট, ২০ ওভার) ২২৪
উইকেট পতন : ১-২৩ (মোশেলি), ২-৩৭ (ডুমিনি), ৩-৭৮ (ভিলিয়ার্স), ৪-১৫৭ (আমলা)।
বোলিং : সাকিব ৪-০-২২-২, তাসকিন ৩-০-৪১-০, মিরাজ ৪-০-৪৬-০, রুবেল ৪-০-৫১-০, সাইফউদ্দিন ৪-০-৫৩-২, মাহমুদউল্লাহ ১-০-১০-০।
বাংলাদেশ ইনিংস রান বল ৪ ৬
ইমরুল রান আউট (মিলান/মোশেলি) ৬ ৪ ১ ০
সৌম্য ক হেন্ডরিকস ব ফাঙ্গিসো ৪৪ ২৭ ৬ ১
সাকিব বোল্ড ডুমিনি ২ ৪ ০ ০
মুশফিক ক মোশেলি ব ফ্রাইলিঙ্ক ২ ৫ ০ ০
সাব্বির ক হেন্ডরিক্স ব ডুমিনি ৫ ৫ ১ ০
মাহমুদউল্লাহ স্টা. মোশেলি ব ফাঙ্গিসো ২৪ ২০ ২ ০
লিটন ক ফ্রাইলিঙ্ক ব প্রিটোরিয়াস ৯ ৭ ০ ১
সাইফুদ্দিন ক আমলা ব হেন্ডরিকস ২৩ ২৬ ১ ১
মিরাজ ক মোশিলি ব ফেহলুকায়ো ১৩ ১০ ০ ১
তাসকিন রান আউট (মোশেলি/ফেহলুকায়ো) ৪ ৩ ১ ০
রুবেল অপরাজিত ১ ২ ০ ০
অতিরিক্ত (লে বা ২, নো ব ২, ও ৪) ৮
মোট (অল আউট, ১৮.৩ ওভার) ১৪১
উইকেট পতন : ১-২১ (ইমরুল), ২-২৯ (সাকিব), ৩-৩২ (মুশফিকুর), ৪-৩৪ (সাব্বির), ৫-৭২ (সৌম্য), ৬-৯৩ (লিটন), ৭-৯৮ (মাহমুদুল্লাহ), ৮-১৩০ (মিরাজ), ৯-১৩৭ (তাসকিন), ১০-১৪১ (সাইফউদ্দিন)।
বোলিং : হেন্ডরিক্স ২.৩-০-২৮-১, ডুমিনি ৪-০-২৩-২, ফ্রাইলিঙ্ক ২-০-৯-১, প্রিটোরিয়াস ৩-০-২৭-১, ফাঙ্গিসো ৪-০-৩১-২, ফেহলুকায়ো ৩-০-২১-১।
ফল : বাংলাদেশ ৮৩ রানে পরাজিত।
ম্যাচ সেরা : ডেভিড মিলার (দ.আফ্রিকা)
সিরিজ : ২ ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন