চারুকলা নিয়ে পড়েছেন বিশিষ্ট অভিনেতা, নির্মাতা, লেখক ও চিত্রশিল্পী আফজাল হোসেন। তার পরিচিতি অভিনয় ও পরিচালনা দিয়ে। তবে এবার প্রথমবারের মতো বরেণ্য অভিনেতার আঁকা ছবি দিয়ে একক চিত্র প্রদর্শনী হয়ে গেল নিউইয়র্কের জ্যাকসন হাইটসে। ২৯ অক্টোবর রোববার নিউয়র্কের বাংলা পত্রিকা ‘আজকাল’ এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনী চলে দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত। ছুটির দিনে দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্তে¡ও বিপুল সংখ্যক প্রবাসী চিত্র প্রদর্শনীতে উপস্থিত হন। দেশের জনপ্রিয় এ অভিনেতার ভিন্ন মাত্রার শিল্পকর্ম নিয়ে দর্শকদের কৌতূহল ছিলো চোখে পড়ার মত। নিউইয়র্কের জনপ্রিয় সাপ্তাহিক পত্রিকা আজকালের কর্তৃপক্ষ তাদের তিনদিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর শেষদিনে এ চিত্র প্রদর্শনীর আয়োজন করে। চিত্র প্রদর্শনী নিয়ে আফজাল হোসেন বলেন, ‘নিজের একান্ত ভালো লাগা থেকেই ছবিগুলো এঁকেছি। দর্শকদের ভালো লাগলেই খুঁজে পাব আমার কাজের সার্থকতা।’ প্রথম চিত্র প্রদর্শনী ঢাকায় না হয়ে নিউইয়র্কে হওয়ার ব্যাপারে জানান, এটা নিয়ে তার কোন পূর্ব পরিকল্পনা ছিল না। আফজাল হোসেনের আঁকা ছবিগুলোর মধ্যে ৩২টি স্থান পায় প্রদর্শনীতে। একক চিত্র প্রদর্শনীর পাশাপাশি আফজাল হোসেনকে সম্মাননাও জানানো হয়।
ষ লোকমান তাজ
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন